সব মানুষেরই সপ্ন থাকে ঢাকায় নিজের একটি ফ্ল্যাটের । কিন্তু ফ্ল্যাটের যে আকাশ ছোয়া দাম তাতে বেশিরভাগ পরিবারেরই ফ্ল্যাট কেনার সপ্ন সপ্নই থেকে যায়। বর্তমানে group buying বা ল্যান্ড শেয়ার পদ্ধতিতে জায়গা কিনে নির্মান খরেচে বাজার মুল্য থেকে প্রায় ৪০% কমে ফ্ল্যাটের মালিক হওয়া যায়। এখানে বেশ কিছু ল্যান্ড শেয়ার এর তথ্য পাবেন ।